Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০১৫

অগ্রগতির প্রতিবেদন

সিসিএ কার্যালয়ের  অগ্রগতির প্রতিবেদন

 

সিসিএ কার্যালয় প্রতিষ্ঠা :

সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হিসেবে দেশে ই-কর্মাস, ই-লেনদেন, ই-গভর্নেন্স চালুকরণের লক্ষ্যমাত্রা অর্জনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০০৯ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বাস্তবায়নের লক্ষ্য পূরণকল্পে দেশে ডিজিটাল স্বাক্ষর প্রবর্তনের উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সংযুক্ত অফিস হিসাবে আইসিটি আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) এর ১৮ নং ধারা মোতাবেক ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের (controller of Certifying Authorities) কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

 

সিএ হিসাবে লাইসেন্স প্রদান/লাইসেন্স বাতিলকরণ :  

ডিজিটাল স্বাক্ষর প্রবর্তনের কারিগরী প্রক্রিয়া ১৮ এপ্রিল ২০১২ খ্রিঃ তারিখে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ৬টি বেসরকারী প্রতিষ্ঠানকে সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (সিএ) হিসাবে লাইসেন্স প্রদান করা হয়েছিল। সিএ হিসাবে লাইসেন্স প্রাপ্ত ০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ০৫টি প্রতিষ্ঠান তাদের নিজস্ব কারিগরী প্রক্রিয়া সম্পন্ন করে ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের কার্যালয় হতে সিএ সার্টিফিকেট গ্রহণ করেছেন। এই ০৫টি  সিএ প্রতিষ্ঠান বর্তমানে বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা ও আগ্রহী ব্যক্তিবর্গের নিকট ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট ও সংশ্লিষ্ট সেবা প্রদান করছে।

 বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যাংক ইতিমধ্যে তাদের স্ব-স্ব ওয়েব সাইট ও দপ্তরে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার শুরু করেছে। অপর একটি লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান Flora Telecom Ltd এর সিএ লাইসেন্স বাতিল করা হয়েছে। জামানতের ২৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

 

সরকারী সিএ হিসেবে বিসিসিকে লাইসেন্স প্রদান :

২০১৪ এর জানুয়ারী মাসে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে সরকারী পর্যায়ে সিএ হিসাবে কাজ করার জন্য লাইসেন্স প্রদান করা হয়েছে।

 

ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট প্রদান :

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচীর আওতায় বিগত অর্থবছরে ২৩,০০০ (তেইশ হাজার) কর্মকর্তার মধ্যে ডিজিটাল স্বাক্ষর বিতরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ২০১৪-২০১৫ অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচীর আওতায় চলতি অর্থবছরের মধ্যে আরও ২৫,০০০ (পচিশ হাজার) সরকারী কর্মকর্তাদেরকে বিনামূল্যে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট প্রদান করার উদ্যোগ নেয়া হচ্ছে।

 

বিশেষ অর্জন :

                      - e-TIN এ ডিজিটাল স্বাক্ষর প্রবর্তন।

                      - জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় ডিজিটাল স্বাক্ষর সংযুক্তি।

 

সাইবার নিরাপত্তা সেল গঠন:

এ কার্যালয়ে ২০ জন জনবল নিয়ে সাইবার নিরাপত্তা সেল গঠিত হয়েছে। সাইবার সিকিউরিটি ষ্ট্যাটেজিক গাইডলাইন এবং ইনফরমেশন সিকিউরিটি পলিসি প্রনয়ণ করা হয়েছে। এছাড়াও ডিজিটাল সিকিউরিটি আইন,২০১৫ এর খসড়া  প্রণয়ন করা হয়েছে।

 

 আইন ও বিধি প্রণয়ন-

                               -তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬

                                -তথ্য প্রযুক্তি বিধিমালা ২০১০