সামগ্রিক ইন্টারনেট নিরাপত্তা ব্যবস্থায় ডিজিটাল সার্টিফিকেট ও CA হল পিকেআই এর দু’টি উপাদান। পিকেআই সক্রিয় হলে যাদের একটি ডিজিটাল সার্টিফিকেট আছে তারা সবাই এটি ব্যবহার করতে বাধ্য হবে। এর ফলে, যারা ইন্টারনেট ব্যবহার করে ইলেকট্রনিক ব্যাংকিং, বাণিজ্য ( তহবিল স্থানান্তর , ক্রয় এবং অন লাইন পরিশোধ ), সরকারী সংস্থার সাথে অন লাইনে লেনদেন (লাইসেন্স নবায়নের জন্য আবেদন, জরিমানা এবং বিল পরিশোধ), এবং ব্যবসায় অন লাইনে লেনদেন করে ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার ছাড়া তা একেবারে বন্ধ করে দেয়া হবে। সেইদিন খুব বেশী দূরে নয় এই লেনদেনের একমাত্র উপায় হবে ইন্টারনেট এবং ডিজিটাল সার্টিফিকেট সবার প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়াবে।